আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি আপনাদের মাঝে ছোট্ট একটা অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে হাজির হলাম। এই অ্যাপ আপনাদের জন্য স্ক্রীন রেকর্ড করে দেবে, তাও হাই কোয়ালিটি, কোন লিমিট ছাড়াই। আর সব থেকে বড় কথা হল এটা আপনার পিসি স্লোও করবে না। তাহলে দেরী কেনো এখনেই ডাউনলোড করে নিন। ঝামেলা ছাড়াই আপনার ফুল স্ক্রীন রেকর্ড করে নিন। রুট না থাকলে ও চলবে। তবে যাদের রুট আছে তাদের জন্য স্পেশাল অ্যাপ আছে।
রুট আছে যাদেরঃ
যাদের ফোনে রুট আছে তাদের জন্য এই অ্যাপ দারুন কাজের।
Screenshots
রুট নেই যাদেরঃ
যাদের ফোনে রুট করা নাই তাদের নিরাশ হবার কিছু নাই। তারা এখান থেকে ডাউনলোড করুন।
Screenshots
আজ এই পর্যন্ত। ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।