কিভাবে বাংলা ফন্ট পরিবর্তন করবেন জানেন কি? স্টক ফন্ট দেখতে দেখতে বরিং হয়ে গেছেন? পরিবর্তন করে নিন এখনই।
আমরা রুট করার পর ইংলিস ফন্ট পরিবর্তন নিয়ে পড়ে থাকি। কারন অনেকেই বাংলা ফন্ট পরিবর্তন সম্পর্কে জানেনা। আর তাদের জন্যই এই পোষ্টা।
স্ক্রিনশট দেখেই পুঝতে পারছেন ইংলিশ ফন্টের মত স্টাইলিশ একটি ফন্ট। নাম Ben Sen Handwriting। হ্যা যা ভাবছেন প্রাই সেই রকমই,, হতের লেখার মত। ![:)](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_tV53zfXSAcWb9K3i0P786ohO3XmKph-8qbTUoG1w6mAODn9xbociZw2Ip_TlIIhS_MWbirHqIP-RvjcrBsJZgxAmy5vcnpz7LwiMecltRxSL9CVqChSG-p9WWZxIVtph33MQKO1307Rn9_xJ15hVsK=s0-d)
আমরা সবসময় চেষ্টা করি সহজ ভাবে কোনকিছু করে দেয়ার। আপনার বাংলা ফন্টও পরিবর্তন করতে পারবেন খুব সহজে। যাইহোক কাজের কথাই আসি। যা যা লাগবেঃ
আর কিছু দরকার নাই। এবার আপনার ২মিনিটে ফন্ট পরিবর্তন করার পালাঃ
১, প্রথমে ফোন off করুন। এবার vol+,home,+power key একসাথে চেপে ধরুণ তাহলে ফোন cwm অর্থাৎ clock work mode বা কাস্টম রিকভারি মোডে চলে যাবে।
(এসময় টাচ ব্যাবহার করা যাবে না। ভলিউম আপ/ডাউন বাটন প্রেস করে উপরে/নিচে নামতে হবে। এবং পাওয়ার বাটন প্রেস করে কোন কিছু সিলেক্ট করতে হবে।)
২, এবার apply update from sd card অপশটা সিলেক্ট করুন এবং আপনার ডাউনলোড করা zip ফরমেট এর ফন্টটা আপনার sd card এর যে জায়গায় রেখেছেন সেইখানে গিয়ে সিলেক্ট করুন। কিছুক্ষণ পর ফন্ট আপডেট কমপ্লিট হয়ে যাবে এবং অটোমেটিক Reboot হবে।
হা করে কি দেখছেন? ফন্টতো পরিবর্তন হয়ে গেছে ![😀](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_s8NUpV8PcD3rL5FjqTO9KkzWk_HvIZZCpY1seddw-nxjt15b39pq-Er4mlOKUREPX7FxclVjeYR8v1wxIwSf6tDHQK8AP-OoWxosZiP9LBxtHL_w=s0-d)
[*]যারা কাস্টম রম পোর্ট দিতে পারেন তাদের কাছে পানির মত কাজ।