Lastest Post
recent

পিসি ছাড়া খুব সহজে রুট করুন Symphony Xplorer V70 ডিভাইস


আপনার Symphony Xplorer v70 ডিভাইস নিশ্চিন্তে রুট করে ফেলুন মোবাইলের মাধ্যমেই, কোন কম্পিউটারের দরকার নাই।
দরকার হবেঃ আপনার মোবাইল রুট প্রসেসের জন্য ২০মিনিট সময়, ২০ এম. বি. ডাটা ও ২০% চার্য দরকার হবে।
১ স্টেপঃ আপনার Android ডিভাইসের Settings এ যান> Security > Device Administration > Unknown Source (টিক দিয়ে Enable করেন)
২ স্টেপঃ Kingroot apk এখান থেকে  করে নিন। এবং ইনস্টল করুন।
৩ স্টেপঃ মেনুতে গেলে kingroot এর Icon দেখতে পাবেন।
৪ স্টেপঃ কিংরুটে ট্যাপ করে ওপেন করেন। নিচের স্ক্রিনের মত দেখতে পাবেনঃ
৫ স্টেপঃ ইন্টারনেট চালু থাকতে হবে। ডাটা কানেক্ট দিন।
৬ স্টেপঃ রুট করার জন্য Start Root এ ক্লিক করুন।
৭ স্টেপঃ রুটিং প্রক্রিয়া শুরু হবে।
৮ স্টেপঃ এখন ডিভাইস রুট হতে ১, ২মিনিট বা তারও বেশি সময় লাগতে পারে। রুট সম্পন্ন হয়ে গেলে বড় করে সবুজ কালারের টিক চিহ্ন দেখা যাবে
৯ স্টেপঃ ফোন রিস্টার্ট বা রিবুট দিন।
১০ স্টেপঃ আপনার ফোন রুট হয়ে গেছে। ফোন রুট হয়েছেকিনা চেক করতে play store থেকে রুট চেকার এপ্সটা নামিয়ে চেক করে নিতে পারেন।
জেনে নিন
[*]Powerful Tool: কিংরুট খুবই পাওয়ারফুল এপ্স। এর মাধ্যমে 2.3 থেকে 5.1 ভার্সনের Android ডিভাইসগুলা রুট করা যায়।
[*]No data loss process: রুট করলে আপনার কোন ছবি, ভিডিও, গান, সেভ করা নাম্বার, ম্যাসেজ কিছুই ডিলিট হবেনা। তাই ভয়ের কোন কারন নাই।
[*]Warranty Void: রুট করলে আপনার ফোনের warranty থাকবে না।
[*]How to unroot? আনরুট প্রসেস জানতে এখানে ক্লিক করুন
Unknown

Unknown

Blogger দ্বারা পরিচালিত.