সাধারনঃ
আপনারা হয়ত খেয়াল করেছেন, কিছু অ্যাপে বিজিবক্স ইনস্টল দিতে বলে। রুট করার পরে ভালোভাবে কাজ করার জন্য, প্রায় সব অ্যান্ড্রয়েড ফোনেই অতিরিক্ত বাইনারি দরকার পড়ে। আর বিজিবক্স এই সুপারইউজার বাইনারি কোডগুলো ইনস্টল করে দেয়।
আপনারা হয়ত খেয়াল করেছেন, কিছু অ্যাপে বিজিবক্স ইনস্টল দিতে বলে। রুট করার পরে ভালোভাবে কাজ করার জন্য, প্রায় সব অ্যান্ড্রয়েড ফোনেই অতিরিক্ত বাইনারি দরকার পড়ে। আর বিজিবক্স এই সুপারইউজার বাইনারি কোডগুলো ইনস্টল করে দেয়।
টেকনিকালঃ
আপনারা জানেন অ্যান্ড্রয়েড লিনাক্স কার্নেল এর উপর ভিত্তি করে তৈরী করা। অ্যান্ড্রয়েড হল লিনাক্স এর মডিফাই ভার্সন। এতে লিনাক্সের কিছু ইউনিক্স ইউটিলিটি বাদ দেয়া হয়েছে। BusyBox এই বাদ দেয়া কমন LINUX / UNIX বেসড কমান্ড ইনস্টল করে দেয়।
আপনারা জানেন অ্যান্ড্রয়েড লিনাক্স কার্নেল এর উপর ভিত্তি করে তৈরী করা। অ্যান্ড্রয়েড হল লিনাক্স এর মডিফাই ভার্সন। এতে লিনাক্সের কিছু ইউনিক্স ইউটিলিটি বাদ দেয়া হয়েছে। BusyBox এই বাদ দেয়া কমন LINUX / UNIX বেসড কমান্ড ইনস্টল করে দেয়।
কেন ইনস্টল দিবেন?
রুট করার পরে ওই অ্যাপগুলো ভালোভাবে কাজ করানোর জন্য, বাড়তি ইউনিক্স কমান্ড কোড ইনস্টল করা দরকার। বিজিবক্স এইগুলো ইনস্টল করে দেয়। তাই BusyBox ইনস্টল দিতে হবে।
রুট করার পরে ওই অ্যাপগুলো ভালোভাবে কাজ করানোর জন্য, বাড়তি ইউনিক্স কমান্ড কোড ইনস্টল করা দরকার। বিজিবক্স এইগুলো ইনস্টল করে দেয়। তাই BusyBox ইনস্টল দিতে হবে।
বিজিবক্স আপনার ফোনের ডাইরেক্টলি কোন কাজ করতে পারেনা। বিডিবক্স কাজ করানোর জন্য আপনার ফোন রুট করা থাকতে হবে। BusyBox অ্যাপ সাধারনভাবে ইনস্টল দিলে হবেনা। দেখেনিন কিভাবে ইনস্টল দিতে হয়।
কিভাবে ইন্সটল করবেন?
২ স্টেপঃ ইনস্টল করার পরে ওপেন করুন। ১০০% লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৩ স্টেপঃ যে মোডে ইনস্টল দিতে চান সিলেক্ট করুন। /System/bin/ অথবা /System/xbin
৪ স্টেপঃ লেটেস্ট ভার্সন সিলেক্ট করা আছে। লেটেস্ট ভার্সন ইনস্টল দিন। যদি লেটেস্ট ভার্সনে আনসাকসেসফুল দেখাই তাহলে অন্য ভার্সন ডাউনলোড দিন।
৫ স্টেপঃ ইনস্টলে টাচ করুন।
(নরমাল ইউজার)
(নরমাল ইউজার)
৬ স্টেপঃ আপনি অ্যাডভান্স ইউজার হলে আপনার জন্য এই স্টেপ। Smart Install Enable করে নিন।
৭ স্টেপঃ ডিভাইস রিবুট দিন।
[*] আপনার ফোন রুট করা থাকতে হবে